News Details

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন অনুষদের উদ্যোগে ''দেশজ সংস্কৃতি উৎসব - ১৪২৬" শিরোনামে বর্ণাঢ্য এক অনুষ্ঠানমালা আয়োজিত হয়েছে

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন অনুষদের উদ্যোগে ২৬ শে জানুয়ারি ২০২০ , ১২ই মাঘ ১৪২৬, তারিখে ''দেশজ সংস্কৃতি উৎসব - ১৪২৬" শিরোনামে বর্ণাঢ্য এক অনুষ্ঠানমালা আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানের ১ম পর্বে পিঠামেলার উদ্বোধন করেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মাননীয় উপ-উপাচার্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ূন কবীর এবং নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রক্টর এবং আইন অনুষদের ডীন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ । এ সময় অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে ভরপুর ২য় পর্বটিও শিক্ষার্থী ও শিক্ষকবৃেন্দর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে।

Accreditation And Collaboration