আমাদের দেশসহ গোটা বিশ্ব একটি দুর্যোগপূর্ণ সময় অতিক্রম করছে। এই পরিস্থিতি উত্তরণে যার যার অবস্থান থেকে কাজ করার বিকল্প নেই।
করোনা ভাইরাসের বিস্তার রোধে বার বার হাত ধোয়ার প্রতি তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞগণ।
তাই আমাদের নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টেক্সটাইল ডিপার্টমেন্টের রসায়নের স্যার ও ম্যামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও ডিপার্টমেন্টের ম্যাম ও শিক্ষানবিশদের সার্বিক সহযোগিতায় আজ আমরা করোনা প্রতিরোধের একটি ক্ষুদ্র প্রয়াস হিসেবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। ক্ষুদ্র এই প্রচেষ্টায় নিজে যুক্ত থাকতে পেরে আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন মহোদয় Prof. Dr. Engr. Md. Humaun Kabir স্যারকে, টেক্সটাইল ডিপার্টমেন্টের হেড Lefayet Sultan Lipol স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর Md. Mohsin Uddin Azad স্যারকে,সিনিয়র লেকচারার Md. Islamul Haque Besan স্যারকে এবং লেকচারার Farjana Afroz ম্যামকে, লেকচারার Jaglul Hoque Mridha স্যারকে।
Copyright © Study 2019. All right reserved. Created by NUB IT